স্থানীয় প্রতিনিধি:–নগরে ১১ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে খুলশী থানা পুলিশ।
শুক্রবার (১২ আগস্ট) রাত ১০টার দিকে লালখানবাজার ইস্পাহানী মোড় সংলগ্ন আমিন সেন্টারের সামনে থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন— মো. আব্দুল আউয়াল নয়ন (২৯) ও মো. সাজিদ মাহমুদ (২৮)।
খুলশী থানার ওসি সন্তোষ চাকমা গণমাধ্যমকে বলেন, গাঁজা বিক্রির উদ্দেশ্যে লালখানবাজার এলাকায় অবস্থান করছিল নয়ন ও সাজিদ। পরে তাদের তল্লাশি করে ১১ কেজি গাঁজা পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।