আন্তর্জাতিক ডেস্ক :–স্কুলপড়ুয়া ৭৫০ শিক্ষার্থীর তৈরি একটি ক্ষুদ্র স্যাটেলাইট মহাকাশে পাঠিয়ে ইতিহাস গড়ল ভারত। হিন্দুস্তান টাইমস জানায়, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে আজাদিস্যাট নামের স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।
রবিবার সকাল ৯টা ১৮ মিনিটে এটি ‘স্মল লিফট লঞ্চ’ রকেটে করে এটি উৎক্ষেপণ করা হয়। যদিও উৎক্ষেপণের আগ মুহূর্তে এতে কিছু তথ্যগত ত্রুটি হয়েছে বলে জানা গেছে। তাই এই মুহূর্তে বিজ্ঞানীরা ডেটা প্রসেসিংয়ের কাজ করছেন বলে জানিয়েছেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ।
কৃত্রিম উপগ্রহ আজাদিস্যাটের ওজন মাত্র ৮ কেজি। ভারতের স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে এতে ৭৫টি পৃথক অংশ যুক্ত করা হয়েছে।
শিক্ষার্থীদের যে দলটি এই স্যাটেলাইটটি তৈরি করেছে তার নাম ‘স্পেস কিডজ ইন্ডিয়া’। স্যাটেলাইটটি পৃথিবীর অক্ষে ঘুরে সেখান থেকে ইসরোর বিজ্ঞানীদের বিভিন্ন তথ্য পাঠাবে।
আজাদিস্যাট ছাড়াও এওএস-২ নামের আরেকটি কৃত্রিম উপগ্রহ নিয়ে মহাকাশে পৌঁছেছে ইসরোর রকেট। এওএস-২ উপগ্রহটির ওজনে ১৪৫ কেজি। এটি মহাকাশ থেকে পরীক্ষামূলক ছবি পাঠাবে।
রাত ২টো ১৮ মিনিটে রকেট উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু হয়। পর আজ সকাল ৯টা ১৮ মিনিটে রকেটটি উৎক্ষেপণ সম্পন্ন হয়।