এবার অজয়-কাজলের সংসার ভাঙ্গনের সুর।

    0
    458

    ইদানিং কাজল-অজয়ের মধ্ে বেশ কিছু বিষয় নিয়ে চরম অশান্তি হচ্ছে। প্রায় ১৮ বছরের দীর্ঘ দাম্পত্য জীবন তাদের। দু সন্তানও রয়েছে। দাম্পত্য জীবন ালোই চলছিল বলিউডের তারকা দম্পতি কাজল ও অজয় দেবগণের সংসার। এর প্রেক্ষিতে বলিউডের প্রথম সারির দম্পতিদের তালিকাতেও তাদের নাম ভাবা হতো।

    ্প্রতি ডেকান ক্রনিকেলকে দেওয়া এক ্কারে কাজল বলেন, ‘আমার সততার জন্য আমাকে অক দাম দিতে হয়। আর এ নিয়ে প্রায় রোজই অজয়ের সঙ্গে অশান্তি হয় আমার। ‘

    কাজল আরও বলেন, তিনি একেবারেই ডিপ্লোম্যাটিকভাবে কারও সঙ্গে মিশতে রেন না। এমনকি কেউ তার সঙ্গে খারাপ ব্যব করলেও পরে পার্টিতে দেখা হলে কাজল হেসে কথা বলেন। আর এতেই নাকি রেগে যান অজয়। বাড়িতে তার সঙ্গে অশান্তি চরমে পৌঁছায়।

    কাজলের কথায়, ‘আমি কোনো কিছু মনে রাখি না। কেউ মিথ্যা বললেনও তা ভুলে গিয়ে ভাল ব্যবহারের করি। আর এতেই রেগে যায় অজয়। ‘

    বলিউড মহলের ্ন, কাজল-অজয়ের মধ্যে এই সমস্যাগুলোই কি ভবিষ্যতে বড় আকার ধারণ করতে পারে? যদিও কাজল সে বিষয়ে ওই সাক্ষাত্কারে মুখ খোলোননি।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here