এবার চট্টগ্রাম পর্যটন স্পট গুলোতে ছিল পর্যঠকদের উপচে পড়া ভিড়।হাজার হাজার পর্যঠকদের নিরাপত্তায় ছিল ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম।
পুলিশ সুপার আপেল মাহমুদের নেতৃত্বে ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম’র শক্তিশালী দলের অক্লান্ত পরিশ্রমের ফলে পতেঙ্গা, ফয়েজলেক ও পারকীরচরসহ সকল স্পট গুলোতে কড়া নিরাপত্তার মধ্যে পর্যঠকরা স্বস্তিতে ঈদ উদযাপন করে।পারকি,পতেঙ্গা বীচ এলাকায় কোন মাদক ব্যবসায়ী ও সেবনকারী প্রবেশ করতে পারে নাই।পতেঙ্গা বীচ এলাকায় ঘুরে কয়েকজন মহিলা পর্যটকদের সাথে কথা বলে জানা গেছে কোন ধরনের বকাটেদের ইভটিজিং ছাড়া স্বস্তিতে ঘুরতে পেরেছেন।দায়িত্ব
অস্থায়ী বিক্রেতারা পর্যটকদের কোন ধরনের হয়রানি করতে পারেনি।পর্যটকদের নিরাপত্তা সম্পর্কে ট্যুরিস্ট পুলিশের এসপি আপেল মাহমুদের কাছ থেকে জানতে চাইলে,তিনি জানান চট্টগ্রাম পর্যটন এলাকায় কোন ধরনের বিশৃঙ্খলা, অনৈতিক কার্যকলাপ করতে দেওয়া হয়নি।