এক যুগ পর জেমসের নতুন গান

Date:

Share post:

ডেস্ক : ১২ বছর গে শেষ মৌলিক গান এনেছিলেন সংগীতের শীর্ষ তারকা হফুজ াম জেমস। এবার নিরবতা ভেঙ নতুন গান প্রকাশ করছেন তিনি ঈদের আগের রাত অর্থাৎ চাঁদরাতে প্রকাশ পাচ্ছে তার নতুন গান “আই লাভ ইউ”।

শুধু বাংলা গান নয়, বলিউডে হিন্দি গান গেয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন জেমস।ভিগি ভিগি, চাল চালে, আলবিদা, রিশতে ও বেবাসি- এই গানগুলো বিশ্বজুড়ে শ্রোতাদের মুখে মুখে এখনও ধ্বনিত হচ্ছে।

তবে ২০১৩ সালে “ওয়ার্নিং” সিনে “বেবাসি” গানের পর আর বলিউডে পাওয়া যায়নি জেমসকে।এ বিষয়ে ভক্তদের আগ্রহ থাকলেও গত ৯ বছরে একেবারেই মুখ খোলেননি জেমস।

অবশেষে ভক্তদের সেই প্রশ্নের উত্তরটা জানালেন তিনি। শুক্রবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানের অভিজাত একটি াবে “আই লাভ ইউ” গান নিয়ে আয়োজিত এক আনন্দআড্ডায় কথা বলেন জেমস।

বলিউডে নিয়মিত না হওয়া বিষয়ক প্রশ্নের জবাবে জেমস বললেন, “বলিউডে তখন ক্যারিয়ার গড়তে পারতাম। খুব সহজ ছিল। কিন্তু সেখানে স্থায়ী হলে আমাকে বাংলাদেশটা ছাড়তে হতো। যেটা আমাকে দিয়ে সম্ভব নয়। আরও বড় প্রলোভন দিলেও দেশ আমি ছাড়তে প্রস্তুত নই। তাই আর বলিউডে কনটিনিউ করা হয়নি।”

চার দশকের ক্যারিয়ারে এবারই তিনি- লম্বা সময় নিয়ে সাংবাদিকদের অসংখ্য প্রশ্নের জবাব দিলেন।

নতুন গান প্রসঙ্গে জেমস বলেন, “এই গানটি একেবারেই আমার ভক্ত-শ্রোতাদের জন্য তৈরি করা। বিশেষ করে যারা আমার গান শুনতে মাঠে ময়দানে ছুটে যায়- তাদের জন্যই আমার এই গান।”

জেমস আরও বলেন, “এটি আনন্দ ও ভালোবাসার গান। ময়দানের গান। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের গান। যারা চার দশক ধরে ‘গুরু’র সম্মোহনী কণ্ঠে বিভোর হয়ে আছেন।”

প্রকাশ পেল জেমসের নতুন গানের ট্রেলার
এদিকে, শুক্রবার রাতে ইউটিউবে রা িটাল নামের চ্যানেল থেকে “আই লাভ ইউ” শিরোনামের নতুন এই গানের ট্রেলার প্রকাশ করা হয়েছে। ট্রেলারটি প্রকাশের পরই সেটিতে হুমড়ি খেয়ে পড়েছেন জেমসের ভক্ত-শ্রোতারা।

নতুন এই গানের ভিডিওচিত্রে জেমস নিজেও অংশ নিয়েছেন। ট্রেলারে গিটার হাতে চিরায়ত ভঙ্গিতে দেখা গেছে “গুরু” খ্যাত উপমহাদেশের নন্দিত এ সঙ্গীতশিল্পীকে। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন শাহরিয়ার পলক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে

দেখতে দেখতে রমজান শেষ হয়ে এলো। স্বভাবতই রমজান শেষে মহিমাময় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং চাঁদ দেখে...

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে ঢাকার বসুন্ধরা সিটি থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৫ মার্চ)...

চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

স্থানীয় প্রতিনিধি সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- নেজাম উদ্দিন...

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ও আহ্বায়ক এবং সদস্য সচিবের নাম ঘোষণা করেন জুলাই-আগস্ট...