ডেস্ক নিউজ: ‘আনলিমিটেড’ (মেয়াদ-বিহীন) ডা
টা প্যাকেজ এবং নিরবচ্ছিন্ন মাসিক ইন্টারনেট প্যাকেজের উদ্বোধন করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রমনায় বিটিআরসি কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
মেয়াদহীন নামে যে প্যাকেজগুলো রয়েছে সেগুলোর মধ্যে গ্রামীণফোন ১ হাজার ৯৯ টাকায় দিচ্ছে ১৫ জিবি এবং ৫ জিবি ৪৯৯ টাকায়। রবি ১০ জিবি দিচ্ছে ৩৯৯ টাকায়, বাংলালিংক দিচ্ছে ৫ জিবি ৩০৬ টাকায়। টেলিটকের ২৬ জিবি ৩০৯ টাকা এবং ৬ জিবি ১২৭ টাকা।
এ ছাড়া গ্রামীণফোনের রয়েছে আরও দুটি মাসিক নিরবচ্ছিন্ন ইন্টারনেট প্যাকেজ। এই দুইটি নিরবচ্ছিন্ন প্যাকেজের মধ্যে ৩৯৯ টাকায় দৈনিক ১ জিবি ডাটা ব্যবহার এবং ৬৪৯ টাকায় দৈনিক ২ জিবি ডাটা ব্যবহারের শর্তে উন্মুক্ত করা হয়েছে গ্রাহকদের জন্য। কারিগরিভাবে প্রস্তুত না থাকায় অন্য অপারেটরগুলো মাসিক নিরবচ্ছিন্ন প্যাকেজ দিতে পারছে না এখন।