ডেস্ক নিউজ:চট্টগ্রাম বায়েজিদে ‘টেনশন গ্রুপ’র নয় সক্রিয় কিশোর গ্যাং সদস্য ও পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
সোমবার (২৫ এপ্রিল) রাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত চারটি বিভিন্ন ধরনের ধাড়ালো চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো. রুবেল (২১), মো. শাকিল (২১), মো. সাজিব (১৯), মোঃ হৃদয় (২০), মো. হাবিবুর রহমান (২৪), মো. সালাহ্ উদ্দিন (১৯), মো. ওমর হাসান (১৯), মো. সাগর (১৯), মো. সাঈদ আলম (১৯)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার চট্টলার খবরকে বলেন, গ্রেফতারকৃকতরা সবাই টেনশন গ্রুপ নামের একটি কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য। এরা নগরীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে বেড়ায়। ইদকে ঘিরে তাদের ছিনতাইয়ের প্রস্তুতি ছিলো। তাদের বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।