ডেস্ক নিউজ: বিয়ে ঘোষণা দিলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার প্রভাস।
কয়েকদিন আগে একটি প্রেস ব্রিফিংয়ে নিজের বিয়ে নিয়ে মুখ খোলেন তিনি। তবে কাকে বিয়ে করছেন জানান নি তিনি।
প্রভাস বলেন, ‘যেখানেই যাই, সেখানেই বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। বেশ মজাই লাগে। এ থেকে বোঝা যায় ভক্তরা আমাকে নিয়ে ভাবেন, ভালোবাসেন।’
তিনি বলেন, ‘ভক্ত-অনুরাগীদের একটি সুখবর জানাতে চাই, সেটা হলো- খুব শিগগির বিয়ে করছি আমি। তবে এখনই কিছু বলবো না। ঠিক সময়মতো সবকিছু ঘোষণা করবো। জানি এটা নিয়ে আবার জল্পনা শুরু হয়ে যাবে।’
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শেঠির সঙ্গে প্রভাসের সম্পর্ক নিয়ে গুঞ্জন তুঙ্গে। কয়েক মাস আগে গুঞ্জন ছড়িয়েছিল আনুশকা শেঠি ও প্রভাসের বিয়ে পাকা। তবে এ নিয়ে আনুশকা শেঠি ও প্রভাস স্পষ্ট করেন। তারা জানান, ‘আমরা শুধুই ভালো বন্ধু’।