ডেস্ক নিউজ: চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আশিষ রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নূর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে বিচারক আগামী ১০ এপ্রিল জামিন শুনানির তারিখ ধার্য করেছেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। এরপর আদালত জামিনের বিষয়ে শুনানির জন্য আগামী ১০ এপ্রিল দিন ধার্য করে বোতল চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে আশিষ রায়চৌধুরী ওরফে বোতল চৌধুরীকে (৬৩) গ্রেপ্তার করে র্যাব। এ সময় ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুটি আইফোন ও নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় বুধবার রাতে র্যাব-১০-এর ডিএডি জাহাঙ্গীর আলম বাদী হয়ে বোতল চৌধুরীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।