ডেস্ক নিউজ: পুরো বিশ্বের সর্ববৃহৎ ঝুলন্ত সেতু পেলো তুরস্ক। এ সেতুর মাধ্যমে এশিয়া প্রান্ত থেকে ইউরোপে যেতে সময় লাগবে মাত্র ৬ মিনিট।
শুক্রবার (১৮ মার্চ) তুরস্কের অন্যতম মেগাপ্রকল্প ‘১৯১৫ চানাক্কালে সেতু’ ও ‘মালকারা-চানাক্কালে হাইওয়ের’ উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
১৯১৫ সালের চানাক্কালে সেতুটি পুনর্র্নিমাণে ২ হাজার ৮০০ কোটি ডলার ব্যয় হয়েছে। তুরস্ক ও দক্ষিণ কোরিয়া সেতুটি নির্মাণ করে, যেটির টাওয়ারগুলোর মধ্যকার দূরত্ব ২.০২৩ কিলোমিটার। তুরস্কের পতাকার সঙ্গে মিল রেখে একে লাল ও সাদা রঙে রাঙানো হয়েছে।