ডেস্ক নিউজ:রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে না ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় বিভিন্ন দেশ রাশিয়ার ওপর আরোপ করেছ।
রোববার (২৮ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি ইউক্রেনের উপরে রাশিয়ার হামলার নিন্দা জানাবেন না তিনি এবং এই যুদ্ধে তিনি নিরপেক্ষ থাকবেন।
ব্রাজিল ও রাশিয়ার মধ্যে ভাইয়ের মতো সম্পর্ক। তাই আমরা কোনো পক্ষ নেব না, নিরপেক্ষ থাকবো। তিনি বলেন, ইউক্রেনের জনসংখ্যার একটি বড় অংশ রুশ ভাষায় কথা বলে। ব্রাজিল রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দেবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কঠোর সমালোচনাও করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো।
ইউক্রেনের নাগরিকদের নিয়ে উপহাস করে বলেন, তারা একজন কমেডিয়ানের উপরে ভরসা করছেন।
বলসোনারো আরও বলেন, ব্রাজিল রাশিয়ার সারের ওপর নির্ভরশীল। মস্কোর বিরুদ্ধে পদক্ষেপ নিলে ব্রাজিলের কৃষিতে মারাত্মক ক্ষতি হতে পারে। আমরা শান্তির পক্ষে আছি। ব্রাজিলে কোনো সমস্যা আনতে চাই না।