ডেস্ক নিউজ: বইমেলার সময় বাড়ানো হয়েছে। আগামী ১৭ মার্চ পর্যন্ত চলবে এ মেলা।
রবিবার (২৭ ফেব্রুয়ারি) সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান।
ওই সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেছিলেন, কোভিডের কারণে এবার বইমেলার সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। এখন যেভাবে কোভিডের সংক্রমণ কমছে সেভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আমরা মেলার সময়সীমা খানিকটা বাড়াতে পারবো।
বর্তমানে করোনা শনাক্তের সংখ্যা অনেকটা কমেছে। স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে জানানো হয়েছে- শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে এবং ৭৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ।
উল্লেখ্য, আগামীকাল ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা অমর একুশে বই মেলার।