ডেস্ক নিউজ: বান্দরবানের রুমায় পাড়াবাসীর হামলায় পাড়া প্রধান কার্বারীসহ একই পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় মামলায় ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- রুইতু ম্রো (৫০), ইংচং ম্রো (২৬), মাংজং ম্রো (২৮), ক্রংপং ম্রো (৩৮), পাসিং ম্রো (২২), ক্রংতন ম্রো (৩৫), ক্রাতপং সিংচাং ম্রো (৩৯), রিংয়ং ম্রো (৩৫), ইজাং ম্রো (২৭), থনলক ম্রো (৩৫), পালে ম্রো (২৫), ক্লাংসাই ম্রো (২০), মেনপ্রে ম্রো (২০), খংপ্রে ম্রো, কাইং প্রে ম্রো (১৮), মেনরাও ম্রো (২২), মেনয়া ম্রো (২৬), খনতন ম্রো (৪১), মেনয়ং ম্রো (২৪), চাংরাও ম্রো (৩১), থংওয়াই ম্রো (২৪) ও মেনপং ম্রো (৩৭)।
বিষয়টি নিশ্চিত করে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, সকালে ৯টায় রুমা থানার হেফাজতে নিহতদের মরদেহগুলো ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে সৎকারের জন্য হস্তান্তর করা হবে। এই হত্যাকাণ্ডের ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অজ্ঞাতনামা ৬ জনসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে। ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।
এর আগে, ২৫ ফেব্রুয়ারী বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে বান্দরবানে রুমা উপজেলার গালেংগ্যা ইউনিয়নে কার্বারীসহ (পাড়াপ্রধান) একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীরা এ কাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে