ডেস্ক নিউজ: মারমা ভাষায় নির্মিত প্রথম সিনেমা ‘গিরিকন্যা ‘ মুক্তি পাচ্ছে। সেন্সর ছাড়পত্র পেয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি (শুক্রবার) সন্ধ্যে ৬ টায় এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে।
জানা গেছে, বান্দরবান পার্বত্য জেলার মারমা জনগোষ্ঠীর একজন প্রবীন চিকিৎসক ডা. মং উষা থোয়াই-এর গল্প অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রটি। এটি নির্মাতা প্রদীপ ঘোষ।
প্রদর্শনীর দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসীর মামুন-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং আলোচক হিসেবে থাকবেন জহির রায়হান ফিল্ম ইন্সটিটিউটের সভাপতি নাট্যজন শংকর সাওজাল।