মুক্তিযুদ্ধের স্বপক্ষে পরিচালিত সংগঠন ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ‘ চট্টগ্রাম মহানগর শাখার আওতাধীন সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চ।
আজ ২৩ ফ্রেবুয়ারি(বুধবার) সংগঠনের সভাপতি কাজী সাইফুল ইসলাম রাসেল এবং সাধারণ-সম্পাদক তারেকুল ইসলাম হিমুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন থানা কমিটির পদপ্রত্যাশীদের থেকে আগামী ৫ ই মার্চ,২০২২ ইং এর মধ্যে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তির বিষয়ে জানতে চাইলে সংগঠনের সভাপতির কাজী সাইফুল ইসলাম রাসেল বলেন,সার্বিক পরিস্থিতি বিবেচনা এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে আমাদের এই সিদ্ধান্ত।তিনি সামনের কমিটিতে প্রকৃত মেধাবী এবং প্রগতিশীল তরুণদের মূল্যায়ন করার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য,বিভিন্ন সভা-সমাবেশ এবং রাষ্ট্রবিরোধী চক্রের ষড়যন্ত্র রুখে দিতে চট্টগ্রামে যথেষ্ট তৎপর চট্টগ্রাম মহানগর মুক্তিযুদ্ধ মঞ্চ।