ডেস্ক নিউজ: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) গণটিকা পাবেন ১ লাখ ৮৪ হাজার ২০০ জন।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর আন্দরিকল্লায় চসিকের পুরাতন নগর ভবনে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী
জানা গেছে, ৪১ ওয়ার্ডে ৫টি টিকা কেন্দ্রের মাধ্যমে সাড়ে ৪ হাজার নাগরিককে করোনার টিকা দেওয়া হবে। তবে আয়তনে বড় ও জনসংখ্যা বেশি এমন ওয়ার্ডে প্রয়োজনে টিকা কেন্দ্র বাড়ানো পরিকল্পনা রয়েছে চসিকের।
সভায় চসিকের স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর জহর লাল হাজারী সভাপতিত্ব করেন। এসময় অন্যানের মধ্যে চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলমসহ প্রমুখ উপিস্থত ছিলেন।