ডেস্ক নিউজ: ২০১৯ সালের নিষেধাজ্ঞা শেষ করে অপু বিশ্বাসকে নিয়ে ভারতে পাড়ি জমিয়েছেন অভিনেতা ফেরদৌস আহমেদ।
জানা গেছে, আগামীকাল ২৩ ফেব্রুয়ারি আগরতলায় অনুষ্ঠিতব্য একটি চলচ্চিত্র উৎসবে পারফর্ম করবেন ফেরদৌস। দিন চারেক পর ফিরে আসবেন দেশে। উৎসবটিতে ফেরদৌসের সঙ্গে আরো থাকবেন কণ্ঠশিল্পী মমতাজ ও অভিনেত্রী অপু বিশ্বাস।
ফেরদৌস গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন পর আমার দ্বিতীয় বাড়ি যেতে পারছি ভেবে ভালো লাগছে। অনেকগুলো কাজের কথা চূড়ান্ত হয়ে আছে। তবে দুর্ভাগ্যবশত এবার কলকাতা যেতে পারব না। মোট পাঁচদিন থাকার পরিকল্পনা করেছি। আগরতলা, গোহাটি, শিলংসহ আশেপাশের কয়েকটি স্থানে যেতে হবে। আমাদের সঙ্গে থাকবেন মন্ত্রীসহ সরকারি কর্মকর্তারা। তাঁদের রেখে তো আর নিজের কাজে যাওয়া যায় না। ‘