ডেস্ক নিউজ: কক্সবাজারের চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে পিকআপের চাপায় পাঁচ ভাই নিহত হয়, এক ভাই বেঁচে যায়। অবশেষে তিনিও হার মানলেন মৃত্যুর কাছে।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউতে রক্তিম শীল মারা যান।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. হারুনুর রশীদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
রক্তিম সুশীলের শ্যালক অনুপম শর্মা বলেন, দুর্ঘটনায় আহত হওয়ার দিন দুলা ভাইকে ৯ ফেব্রুয়ারি বেসরকারি ম্যাক্স হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। সেখানে একদিন রাখার পর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আইসিইউতে রাখা হয়। আজ সকালের দিকে তিনি মারা যান।