ডেস্ক নিউজ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস শুরু হচ্ছে ২২ ফেব্রুয়ারি। তবে অ্যাকাডেমিক কার্যক্রমের বাইরে সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, সকল বিভাগ ও ইনস্টিটিউটের পূর্ব নির্ধারিত পরীক্ষা চলমান থাকবে এবং পরীক্ষার সময় ঘোষণা করতে পারবে। একই সঙ্গে ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি হওয়া প্রথম বর্ষের (স্নাতক) শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কায়ক্রম ছাড়া জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠান আয়োজন করা যাবে না।