ডেস্ক নিউজ: চট্টগ্রামে অবস্থিত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এর ভাইস চ্যান্সেলর (ভিসি) হলেন ড. রুবানা হক। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির ট্রাস্ট্রি মেম্বার ছিলেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ড. রুবানা হক বাংলাদেশের একজন স্বনামখ্যাত নারী উদ্যোক্তা। তিনি মোহাম্মদী গ্রুপের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।
ড. রুবানা হক বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচিত প্রথম নারী সভাপতি ছিলেন তিনি। তিনি ২০১৩ ও ২০১৪ সালে পরপর দুইবার ‘বিবিসি ১০০ নারী’ নিবন্ধে স্থান পেয়েছিলেন।