ডেস্ক নিউজ: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) হতে চাওয়া নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি। এ তালিকায় নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ও চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন্সহ ৩২২ জনের নাম প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে (https://cabinet.gov.bd/) তাদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।
গতকাল রবিবার সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাংবাদিকদের জানান, অনুসন্ধান কমিটির কাছে জমা হওয়া সব নাম ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। এর ফলে গণমাধ্যম এই তালিকা প্রকাশ করতে পারবে।
প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি বাছাইয়ে রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনসহ ব্যক্তি পর্যায়ে মোট ৩২৯ জনের নাম প্রস্তাব পায় অনুসন্ধান কমিটি। গত শনিবার এই তথ্য জানিয়েছেন অনুসন্ধান কমিটির সাচিবিক দায়িত্বে থাকা মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।