এবার জায়েদ খানের বিরুদ্ধে হিন্দুদের বাড়ি ও ক্লিনিক দখলের অভিযোগ

Date:

Share post:

চলচ্চি্র শিল্পী সমিতির নে বিতর্কিত কাণ্ড ঘটিয়ে ১৭ সংগঠনের তোপের মুখে রয়েেন চিত্রনায়ক জায়েদ খান। সাধারণ সম্পাদক পদে জিতেও তিনি সমিতির চেয়ারে বসতে পারেননি। বাতিল করা হয়েছে তার প্রার্থিতা। তারই মধ্যে এবার এই অভিনেতার বিরুদ্ধে উঠল হিন্দুদের বাড়ি ও ক্লিনিক দখলের অভিযোগ।

রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ থেকে এ অভিযোগ জানান পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক উপাধ্যক্ষ গীতা রানী মজুমদার। তিনি দাবি করেন, ‘অন্তর জ্বালা’ নামে একটি সিনেমার শুটিংয়ের কথা বলে পিরোজপুর সদরে হিন্দুদের জমি দখল করেন জায়েদ খান।

শুধু তাই নয়, ৪০ শয্যাবিশিষ্ট একটি ক্লিনিকও অভিনেতা দখল করে েছেন বলে মানববন্ধনে অভিযোগ করেছেন গীতা রানী মজুমদার ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারা এও জানান, এই কাজে জায়েদ খানের দুই ভাই ওবায়দুল হক পিন্টু এবং শহীদুল হক মিন্টুও জড়িত।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগকারীরা জানান, ২০১৬ সালের ২১ মার্চ রাত দুইটার সময় পাঁচ তলা ভবনের পঞ্চম তলায় জায়েদ খান ও তার সঙ্গের কিছু অস্ত্রধারী লোক গীতা রানী ও তার পরিবারের ওপর হামলা চালান। এ সময় তারা জোর করে টাকা পয়সা ও ক্লিনিকের লুট করে নিয়ে যান। এসময় তারা গীতা রানীদের মারধর করেন এবং তার স্বামীকে পিটিয়ে ঝিনাইদাহ জেলার রেললাইনের ওপর ফেলে রাখেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘এ বিষয়ে ২০১৬ সালের ২৬ মার্চ গীতা রানী একটি এজাহার দায়ের করেছিলেন। এরপর থেকেই জায়েদ খান তাকে এবং তার পরিবারকে নিয়মিত হত্যার হুমকি দিয়ে আসছেন। এছাড়া ওই পাঁচতলা বাড়িটির বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। বর্তমানে তারা সে বাড়িতে থাকতে পারছেন না।’

‘২০১৮ সালের ১৫ এপ্রিল এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হলে মহামান্য হাইকোর্ট আমাদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন। বর্তমানে আা ঢাকায় অবস্থান করছি, তবে আমাদের পিরোজপুরের ার সব মালামাল জায়েদ খান ও তার লোকেরা লুট করে নিয়ে গেছে। এ বিষয়ে গত ৬ জুন, ২০১৮ সালে দায়ের করা লা প্রক্রিয়াধীন আছে। নং ০৯, ১৮৫/১৮।’

‘আমরা ভুক্তভোগী পরিবার ভূমিদস্যু জায়েদ খান ও তার গংদের হাত থেকে রক্ষা পেতে সবার সহযোগিতা কামনা করছি।’ এ বিষয়ে জানতে জায়েদ খানের মোবাইলে বারবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

২০১৭ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল জায়েদ খান অভিনীত ‘অন্তর্জালা’। শুটিং হয়েছিল তার আগের বছর। ছবিটি পরিচালনা করেন মালেক আফসারী। সেখানে জায়েদ খানের নায়িকা ছিলেন পরীমনি। এই ছবির শুটিং চলাকালীনই পিরোজপুরে হিন্দুদের জমি ও ক্লিনিক জায়েদ খান ও তার ভাইয়েরা দখল করেন বলে অভিযোগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

বাড়িতে মায়ের লাশ, অশ্রু চেপে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দুই মেয়ে

মা নেই—রাতের আঁধারে চিরবিদায় জানিয়েছেন পৃথিবীকে। চারপাশে শোকের মাতম, বাড়িতে চলছে দাফনের প্রস্তুতি। এমন শোকের মুহূর্তে বুক ভরা...

এবার মুরাদনগরে নারীসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

কুমিল্লার মুরাদনগরে নারীসহ ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টায় ভাঙ্গরা বাজারে করইবাড়ি গ্রামে...

ড্রেসিংরুমে কফি খাচ্ছিলেন তাসকিন, এসে দেখেন ৫ উইকেট শেষ

লঙ্কানদের প্রথম ওয়ানডেতে বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। জবাব দিতে নেমে শুরুটা ভালো করলেও মাঝে ৬ রানের ব্যবধানে ৭...

নিজ দেশে দ্রুত আস্থা হারাচ্ছেন নেতানিয়াহু

নিজ দেশের মানুষের ওপর থেকে দ্রুত আস্থা হারাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক জরিপে দেখা গেছে তাঁর ওপর...