ডেস্ক নিউজ: নির্বাচনের গরম হাওয়া বইছে সাতকানিয়ায়। কিছু ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এবার জানা গেল নির্বাচনের সহিংসতায় নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে দুর্বৃত্তের হামলায় তাসিবুল ইসলাম (১৩) নামের সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। সূত্র : চট্টগ্রাম খবর।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে ৮ নম্বর ওয়ার্ডের বোর্ড অফিস ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
নিহত তাসিব মরফলা আরএমএন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী বলে জানিয়েছ পুলিশ। সাতকানিয়া থানার ডিউটি অফিসার চন্দ্রন কুমার নাথ এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নির্বাচনী সহিসংতায় এ ছাত্রের মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে জানতে পেরেছি।
অপরদিকে সাতকানিয়ার ঢেমশা ও বাজালিয়া ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় চার জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দীন তালুকদার এর সত্যতা নিশ্চিত করেছেন।