চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা থেকে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে মতবিনিময় সভা, ফুলেল শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের আয়োজন করেছেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া।
বুধবার রাতে চট্টগ্রাম নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে সন্দ্বীপের ২৬ জন বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠকবৃন্দ অংশপগ্রহণ করেন।
এসময় সন্দ্বীপে খুব দ্রুত সময়ের মধ্যে সন্দ্বীপের বীর মুক্তিযোদ্ধাদের বিশাল সংবর্ধনা অনুষ্ঠান, আর্থিকভাবে অস্বচ্ছল গৃহনির্মাণ ও আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন আব্দুল কাদের মিয়া।
এসময় সন্দ্বীপের বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।