গতকাল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে পাঠানটুলি গায়েবি মসজিদের সামনে থেকে ১৮৫পিচ ইয়াবা সহ ডবলমুরিং থানার এস,আই নুরুল ইসলাম দিপু শুভ নামে এক ইয়াবা বিক্রেতাক গ্রেফতার করেন।শুভ ২৮নং মোগলটুলী ওয়ার্ড অফিস লেইন আমীন শরীফ এর বাড়ির মোঃ নুরুর পুত্র।
জানা যায় গ্রেফতারকৃত শুভ গত কয়েক বৎসর যাবত গোপনে ইয়াবা ব্যাবসা চালিয়ে যাচ্ছে।গত ২ বৎসর আগে সদরঘাট থানা পুলিশের হাতে গ্রেফতার হলেও জামিনে বের হয়ে ফের ইয়াবা ব্যাবসায় যুক্ত হয়।