বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত শেষে গুঞ্জন উঠতে থাকে যে উনিশ দশকের জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর আর নেই।
যা দ্রুতই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। খোঁজ নিয়ে জানা গেছে, সুস্থ আছেন কিংবদন্তি এ নায়ক। বাসাতেই রয়েছেন তিনি।
আরও জানা যায়, কালজয়ী এই অভিনেতা বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসি গিয়েছিলেন। সেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে সময় কাটিয়েছেন। আড্ডা দিয়েছেন নায়ক সাইমনের সঙ্গেও৷
নিশ্চিত না হয়ে মিথ্যা তথ্যে আলমগীরের মৃত্যুর গুজব ছড়ানোতে আহত হয়েছেন তার মেয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর৷
আঁখি আজ ফেসবুকে এক স্ট্যাটাসে লেখেন,আব্বুকে নিয়ে কে বা কারা গুজব ছড়িয়েছে। আলহামদুলিল্লাহ, আব্বু খুব ভালো আছেন,নিরাপদ এবং সুস্থ আছেন। ক্ষোভ প্রকাশ করে আঁখি আরও বলেন,মানুষের এমন আচরণ দেখে আমরা খুব ব্যথিত।