লন্ডনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা। কিছুদিন আগেই সপরিবারে লন্ডনে গিয়েছেন বিসিসিআই সভাপতি।সানাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে পেরে খুশি সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়।ইনস্টাগ্রামে সৌরভ লেখেন, ‘দারুণ অভিজ্ঞতা।’
অর্থনীতি নিয়ে লন্ডনে পড়াশুনা করবেন সানা।অনেকদিন ধরেই লন্ডনে পড়তে যাওয়ার কথা ছিল তাঁর। করোনার কারণে সেটা কিছুটা দেরি হলেও খুশি তাঁর পরিবার।
লন্ডন শহরে টেমস নদীর ধারে একটি ফ্ল্যাট কিনেছেন সৌরভ। বুধবার লন্ডনের রাস্তায় নিজের ছবি তুলেছিলেন সৌরভ। সেই ছবিও ভাইরাল হয়েছিল। আর এ বার গোটা পরিবারের ছবিও ভাইরাল হল নেটমাধ্যমে। বিকেলের দিকে ফ্ল্যাটের বারান্দা থেকে আরও একটি ছবি তুলে পোস্ট করেন সৌরভ। সেই পোস্টে লেখেন, ‘বিকেলে সূর্যাস্তের মুহূর্তটা অসাধারণ। আবহাওয়াও মনোরম।’