ছিল সবুজ ঘাস,প্রতিটি পাতা
প্রেমকে পুনর্নির্মাণ করা ও যা আমাদের প্রাপ্য ছিলো।
বিশ্বাসের কথা তার,তারের মতো ছিড়ে গেছে,
পাখিদের আকাশ ছিলো,
শহরের দেয়াল ছিলো ঠাঁই দাঁড়ানো পাখিটা যদিও
সেদিন এমন ছিলো
সেসব ভেসে গেছে দূরতম আকাশে,
যাও তার কাছে
গভীর জলের মাঝে….
থাকে তার এলোমোলো মন
আমার নিকটে সারাক্ষন।
আজ সে দুরের পথে
আজ সে অচেনা রাতে
আজ তার মনের ভিতর
আগুন নিয়ে বসে থাকে
নিষ্পাপ বিষধর সাপ
ঝোপের কোনে আড়ি পাতে!
ফড়িং যেন আচমকা পাতার ফাঁকে মিশে যায়
সে বা তারা আকাশে ছড়ায়েছে বিষ কিম্বা ঘাসফুল
রঙিন ফড়িং তার
আগুন যদি তার
আকাশ যদি তার,বিষ যদি তার
আমি যদি তার সে যেন আমার বা
অন্য কারো!
লেখা
বন্যা মির্জা
নাট্যশিল্পী