ডেস্ক নিউজ: আইপিএল খেলতে রবিবার রাতে আরব আমিরাত যাচ্ছেন সাকিব আল হাসান। এর আগে ব্যক্তিগত কাজে সময় পার করছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনও তার সঙ্গে ছিলেন।
রোববার সন্ধ্যা পৌনে ৭টায় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ছবি পোস্ট করেন সাকিব আল হাসান। সেই ছবিতে দেখা যায় চেয়ারে বসা আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
সম্প্রতি বিসিবি সভাপতি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চিকিৎসক তাকে খেলাধুলা ছেড়ে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। তিনি আসন্ন ক্রিকেট বোর্ডের নির্বাচনে অংশ নিতে আগ্রহী নন।