সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবিতে নিউ ইয়র্কে র্যালি করেছে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ যুক্তরাষ্ট্র শাখা।
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর সিটির ২০০ ওয়েস্ট সারাটগা স্ট্রিট থেকে জিয়াউর রহমানের নামফলক সরিয়ে ফেলার খবরে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এ র্যালি করেন তারা।
এতে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি,সন্দ্বীপ উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুল কাদের মিয়া। প্রধান অতিথি ছিলেন ‘বাংলাদেশ লিবারেশন ওয়্যার ভেটারন্স ৭১’-এর প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ।
র্যালি থেকে বঙ্গবন্ধুর ঘাতক হিসেবে দণ্ডিত রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার দাবি করেন মুক্তিযোদ্ধারা।
আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আনোয়ার বাবলু। অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট সেক্টর কমান্ডারস ফোরামের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান শিকদার, বীর মুক্তিযোদ্ধা আশরাব আলী, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কমিউনিকেশন্স ডাইরেক্টর বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, ভাইস প্রেসিডেন্ট মাস্টার ইলিয়াস খান, যুগ্ম সম্পাদক আশরাব আলী খান লিটন, নির্বাহী সদস্য মোহাম্মদ ইরান ও নাজিম উদ্দিন।
সমাপনী বক্তব্যে আব্দুল কাদের মিয়া বলেন, “জাতিসংঘে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে আসছেন ১৯ সেপ্টেম্বর। তার সব সফরসূচি সফল করতে মুজিব-আদর্শের সৈনিকেরা অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবস্থান করতে হবে। ২৮ সেপ্টেম্বর রাষ্ট্রনায়ক শেখ হাসিনার জন্মদিনে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের অনুষ্ঠানেও সবার উপস্থিতি কামনা করছি।