ডেস্ক নিউজ : চট্টগ্রাম উত্তর বন বিভাগ এবং কোস্ট গার্ড পূর্ব জোন যৌথভাবে অভিযানে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের অবৈধ সেগুন ও অন্যান্য প্রজাতির রদ্দা কাঠ জব্দ করেছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে নগরীর চাঁন্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে এসব অবৈধ কাঠ বোঝাই একটি ট্রাক জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম উত্তর বন বিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা নাজমুল হাসান মাসুদ বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কোস্টগার্ড পূর্ব জোনের একটি আভিযানিক দলের সহায়তায় নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা নামক এলাকা থেকে অবৈধ সেগুনকাঠ, গামার, কড়ইসহ মূল্যবান রদ্দা কাঠবোঝাই চট্টমেট্রোট্রাকটি (ড-১১-১৪৭৪ ) জব্দ করে।
ওই ট্রাক থেকে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের অবৈধ রদ্দা কাঠ জব্দ করা হয়েছে। জব্দ কাঠ ও ট্রাক উত্তর বন বিভাগের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বন বিভাগে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন শহর রেঞ্জ কর্মকর্তা নাজমুল হাসান।