ডেস্ক নিউজ: চট্টগ্রামের মহানগর ও উপজেলা পর্যায়ে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) গণটিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। গত ৭ আগস্ট যারা প্রথম ডোজ নিরয়েছেন, তারা এই টিকার ডোজ পাবেন। এক্ষেত্রে প্রথম ডোজ নেওয়া কেন্দ্রে টিকা প্রয়োগ করা হবে।
চট্টগ্রাম সিভিল সার্জন ড. সেখ ফজলে রাব্বি চট্টলার খবরকে এর সত্যতা নিশ্চিত করেছন। তিনি বলেন, আমরা এটিক গণটিকা না বলে ক্যাম্পেইন বলছি। যারা গত ৭ আগস্ট প্রথম ডোজ নিয়েছেন তারা টিকা পাবেন। প্রখম ডোজ নিতে চাওয়া কেউ এর সুযোগ পাবেন না।
এর পাশাপাশ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নির্দিষ্ট কেন্দ্রগুলোতে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিরাই গণটিকার সুযো্গ পাবেন।
উল্লেখ্য, গত ৭ আগস্ট গণটিকাদান কার্যক্রমে নগের এক লাখ ৫৮ হাজার মানুষ টিকার আয়তায় আসে। এর মধ্যে মহানগরে ৩৭ হাজার ও উপজেলায় পেয়েছিল ১ লাখ ২১ হাজার টিকা। এই কার্যক্রমে উপজেলায় সিনোর্ফামা ও নগরে মর্ডানা টিকা দেওয়া হয়েছিল। গণটিকার কার্যক্রমে চসিকের সব ওয়ার্ডে টিকা দেওয়া ব্যবস্থা করা হয়েছিল।