ডেস্ক নিউজ: কক্সবাজার হতে চট্টগ্রামে ইয়াবা পাচারকালে ৯ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) সদস্যরা।
বৃহস্পতিবার (২ সেপ্টম্বর) রাতে পটিয়া উপজেলার ইন্দ্রোপুল বাইপাস মোড় এলাকা তাকে আটক করা হয়।
আটক জান্নাতুল ফেরদৌস শিল্পী’র (৩০) গ্রামের নোয়াখালীর সেনবাগ উপজেলায়।
র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারি পরিচালক নূরুল আবছার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে কক্সবাজারে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আসছিল ফেরদৌস। বিভিন্ন কৌশলে ইয়াবা ব্যবসায়ী ও মাদক সেবনদের কাছে চালান করতো। যাত্রীবাহে বাসে মাদক পাচার হচ্ছে তথ্যে পেয়ে তল্লাশি চালানো হয়। এসময় তাকে আটক করা হয়।