নিজস্ব প্রতিবেদক: পুলিশের তালিকাভুক্ত আসামি মো. কায়েস উদ্দিনকে তপুসহ তার এক সহযোগীকে ১ হাজার ৮৪৫ পিস ইয়াবাসহ আটক করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যা ব) সদস্যরা।
শুক্রবার (২৮ আগস্ট) নগরের হালিশহর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীর অপু’র (৩১) সহযোগী হলেন মো. খোরশেদ খান (৩০)।
র্যা ব-৭ এর জ্যেষ্ঠ সহকারি পরিচালক মো. নূরুল আবছার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হালিশহর এলাকায় মাদক লেনদেনের খবর পেয়ে র্যা বের একটি টিম সেখানে তল্লাশি চালায়। অভিযানের এক পর্যায়ে তাদের কাছ থেকে ইয়াবা পাওয়া যায়। এরা দীর্ঘদিন ধরে চট্টগামের বিভিন্ন স্থানে মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। আটক অপুর বিরুদ্ধে হালিশহর থানায় হত্যা, অস্ত্র, ডাকাতীসহ ৭ টি মামলা রয়েছে বলেও জানান র্যা বের এই কর্মকর্তা।