ডেস্ক নিউজ: নতুন লুক নিয়ে ফের আলোচনায় এসেছেন সোশ্যাল সাইট লাইকি তারকা অপু ভাই। ওই লুক নিয়ে কাজ করবেন নির্মাতা অনন্য মামুনের ওয়েব সিরিজে।
জানা গেছে, সিরিজটির নাম সিনিয়র ভার্সেস জুনিয়র। অনন্য মামুন গগণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিচালক বলেন, ‘ভিন্ন আঙ্গিকে ভাবনার একটি গল্প নিয়ে সিরিজটি নির্মাণ করতে যাচ্ছি। সবকিছু অনুকূলে থাকলে আগামী সেপ্টেম্বরের ২০ তারিখ শুটিং শুরু করবো।’
অনন্য মামুন আরও বলেন, ‘কে কীভাবে নেবেন আমি জানি না। তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি।’ সিনিয়র vs জুনিয়র ওয়ের সিরিজে আমি সবার সামনে নতুন অপু ভাইকে নিয়ে আসতে চলেছি। তার চরিত্রের নাম আলিয়ান।
চরিত্রের জন্য অপুকে তৈরি করেছি। তার লুকে পরিবর্তন এনেছি। নতুন এই লুকে যে কেউ চিরচেনা অপুকে দেখে অবাক হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে সেই লুক প্রশংসা পাচ্ছে।
পরিচালক জানান, চরিত্রের জন্য এক মাস অভিনয়ের প্রশিক্ষণ চলবে অপু ভাইয়ের।
শিগগিরই নতুন ওয়েব সিরিজের সব শিল্পীর এ তালিকা প্রকাশ করবেন অনন্য মামুন।