ডেস্ক নিউজ: চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় মদ্য পানে দুই নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ আগস্ট) সোনাইছড়ির জোড় আমতল এলাকার এসএম শিপব্রেকিং ইয়ার্ড নামের একটি জাহাজভাঙা কারখানায় এই ঘটনা ঘটে।
তারা হলেন- খাগড়াছড়ির ওয়াকার্কপাড়ার মৃত বৃন্দমোহন ত্রিপুরার ছেলে দহরঞ্জন ত্রিপুরা (২২) ও হরিগঞ্জ পাড়ার দজেন ত্রিপুরার ছেলে ধনেশ্বর ত্রিপুরা (২২)।
এছাড়া একই এলাকার জ্যেতি রায় ত্রিপুরার ছেলে সীমানা ত্রিপুরা (২৫) ও পানছড়ির খর্গ পাড়ার মৃত বরুন মোহন ত্রিপুরার ছেলে স্বপন ত্রিপুরা (২৬) অসুস্থ হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান দহরঞ্জন ত্রিপুরা ও শনিবার (২১ আগস্ট) সকালে মারা যান ধনেশ্বর ত্রিপুরা।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মদ পান করে তিনজন অসুস্থ হয়ে পড়ে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন বলেন, গুরুতর অবস্থায় চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে একজন ও শনিবার ভোরে একজনের মৃত্যু হয়েছে।