ডেস্ক নিউজ: স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সামাজিক সংগঠন ‘ওয়ান বাংলাদেশ’ এবং মানবিক সংগঠন ‘এসো মানুষের জন্য কিছু করি’ এর উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে করোনা প্রতিরোধক বুথ বসানো হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘স্মরণ চত্বর’ এ করোনা প্রতিরোধক বুথটি উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।
এসময় চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফা, ওয়ান বাংলাদেশ, চট্টগ্রাম এর সভাপতি ও চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী, উক্ত সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ‘এসো মানুষের জন্য কিছু করি’ মানবিক সংগঠনের উদ্যোক্তা চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম উপস্থিত ছিলেন। এ ছাড়াও চবি ছাত্রলীরে সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।