ডেস্ক নিউজ:ভয়ঙ্কর রূপ অব্যাহত রেখেছে প্রাণঘাতী করোনা ভাইরাস। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১৫ জন মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। ফলে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৬১৩ জনে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় ১০ হাজার ১২৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মোট ১৩ লাখ ৯৬ হাজার ৮৬৮ জনে।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১০৭ জন ও নারী ১০৮ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ১৭৮ জন, বেসরকারি হাসপাতালে ৩৪ জন ও বাড়িতে তিনজনের মৃত্যু হয়। দেশে করোনা শনাক্তের পর মৃত্যুহার ১ দশমিক ৬৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৭০৮টি ল্যাবরেটরিতে ৪৫ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ ও ৪৫ হাজার ৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৮৩ লাখ এক হাজার ৫৪৯টি।
২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৩ হাজার ৯৯০ জন। এ নিয়ে দেশে চিকিৎসা শেষে ভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৬২ হাজার ৬৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে ৬৫ জন, চট্টগ্রামে ৫৪ জন, রাজশাহীতে আটজন, খুলনায় ২৮ জন, বরিশালে ১২ জন, সিলেটে ২২ জন, রংপুরে ১৬ জন ও ময়মনসিংহ বিভাগে ১০ জনের মৃত্যু হয়েছে।
দেশে প্রথম করোনা শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ভাইরাসটিতে একজনের মৃত্যু হয়।