ডেস্ক নিউজ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর নিকট জাতীয় সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম চৌধুরীর পক্ষে স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি জহরলাল হাজারী
সোমবার (৯আগষ্ট) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী হাতে তুলে দেন তিনি।
অক্সিজেন কনসোলেটর গ্রহণকালে মেয়র বলেন, করোনার আক্রান্ত রোগিদের সেবায় এ ধরণের মহতি উদ্যোগ প্রশংসনীয়।
তিনি বলেন, দুযোর্গকালীন সময়ে সমাজের বিত্তবান ও দায়িত্বশীলরা যদি এগিয়ে আসেন তাহলে সাধারণ জনগণ অনেক উপকৃত হন। মেয়র করোনার অতিমারিতে সর্বস্তরের নাগরিকদের স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
এসময় ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম মাসুম, মো. মোবারক আলী, পুলক খাস্তগীর, সমাজসেবক সত্যজিৎ চৌধুরী টুলু উপস্থিত ছিলেন।