ডেস্ক নিউজ:চট্টগ্রামে ২১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৮ আগস্ট) রাতে নগরীর ডবলমুরিং থানার কদমতলী মোড়ের ফ্লাইওভারের নিচ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মো. রমজান আলী (২১) ও মো. রমজান আলী (৩৯)। তারা একজন কাভার্ড ভ্যান চালক এবং অপরজন হেলপার।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, দুই রমজানের একজন চালক ও অপরজন হেলপার। তারা শাহজাহান নামে এক ব্যক্তির বাহক হিসেবে এই ইয়াবা নিয়ে যাচ্ছিলেন। চট্টগ্রামের কথিত এক ‘দুলাভাই’র কাছ থেকে তারা এসব ইয়াবা সংগ্রহ করে।
তিনি আরও জানান, ইয়াবার একটি চালান গন্তব্যে পৌঁছে দিয়ে তারা ২০ হাজার টাকা পান। তারা সাধারণত পণ্য নিয়ে চট্টগ্রামে আসেন। পণ্য ডেলিভারি করার ফাঁকে এসব ইয়াবা সংগ্রহ করেন। এই ঘটনায় দুই রমজান, পলাতক শাহজাহান ও কথিত দুলা ভাইয়ের বিরুদ্ধে নগরীর ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে।