ডেস্ক নিউজ: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় ১৩ জন বেড়েছে। নতুন করে সারাদেশে মারা গেছে ২৩১ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৯১৬ জনে।
এদিকে, একই সময়ে দেশে করোনা সংক্রমণ শনাক্ত আগের দিনের তুলনায় ৫ হাজারের বেশি সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৪ হাজার ৮৪৪ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ জন।
আজ রবিবার (১ আগষ্ট) অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা কোভিড-১৯ বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ-মৃত্যুর এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪৮ হাজার ৪৮১টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের দিনের নমুনাসহ এদিন নমুনা পরীক্ষা হয়েছে ৪৯ হাজার ৫২৯টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ।
এ নিয়ে দেশে করোনাভাইরাসের মোট নমুনা পরীক্ষা হলো ৭৭ লাখ ৯০ হাজার ৪২৩টি। মোট নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৬ দশমিক ২৩ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৫৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৯৩ হাজার ২৬৬ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৩১ জনের মধ্যে পুরুষ ১৩৯ জন, নারী ৯২ জন। তাদের মধ্যে বাসায় ১৩ জন ও ২১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় এক জনকে।
বিভাগ অনুযায়ী গত ২৪ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে ৭৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ৫৩, খুলনায় ৪৪, রংপুরে ১৮, রাজশাহীতে ১৩, ময়মনসিংহে ১১ জন, সিলেটে ৯ জন এবং বরিশালে ৬ জন মারা গেছেন।