ডেস্ক নিউজ: চট্টগ্রামে গত ২৪ ঘন্টা আরো ৯১৫ জনের প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এসময় মৃত্যু হয় ১৭ জনের।
বুধবার (২৮ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে দুই হাজার ৭৯২ জনের নমুনা পরীক্ষায় ৯১৫ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। তাদের মধ্যে নগরের ৬৪১ জন ও বিভিন্ন উপজেলার ২৭৪ জন।
এ নিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৩২ জনে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৪৩৬ জনে।