ডেস্ক নিউজ: চট্টগ্রামের সীতাকুণ্ড থানার সলিমপুর এলাকায় কোরবানির গরুবাহী ট্রাকে ডাকাতিকালে চালক আবদুল হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টায় রাজধানীর সাভার থানার দেওগা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাউজান থানার চুনাতিয়া গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সাদ্দাম হোসেন ওরফে বাঁচা (৩১) ও মো. তুহিন (১৯)। তারা বর্তমানে বায়েজিদ থানার আরেফিন নগর এলাকায় বসবাস করেন।
জানা যায়, গত ১৬ জুলাই সীতাকুণ্ডে গরুবাহী ট্রাকে হামলা চালিয়ে চালককে গুলি করে হত্যার ঘটনায় র্যাব তদন্ত শুরু করে। এক পর্যায়ে এ ঘটনার সাথে দুই জনকে শনাক্ত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল সাড়ে ৫টায় রাজধানীর সাভার থানার দেওগা এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত থাকা সাদ্দাম হোসেন ওরফে বাচা ও মো. তুহিনকে গ্রেপ্তার করা হয়। ট্রাক ড্রাইভারকে গুলি করে হত্যার কথা আসামিরা স্বীকার করে। ‘গ্রেপ্তার দুই ভাই সীতাকুণ্ড থানার লিংক রোড এলাকার সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।
এই হত্যাকাণ্ডের নেপথ্যে আরো কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য তদন্ত অব্যাহত আছে বলে জানান তিনি।’