নগরজুড়ে চলছে চৌদ্দ দিনের কঠোর লকডাউন। এ দুঃসময়ে দিনমজুর ওমর ফারুক শান্তের ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কুলসুম বেগম (২২)। হঠাৎ তাকে নিয়ে যেতে হবে হাসপাতালে। কিন্তু রাস্তায় পাচ্ছিলেন না কোন গাড়ি। উপায় না পেয়ে ফোন দিলেন নগরের কোতোয়ালী থানার ওসিকে। পরে পুলিশের সহযোগিতায় ওসির গাড়িতেই প্রসূতি কুলসুমকে চমেক হাসপাতালে পৌঁছে দেয় কোতোয়ালী পুলিশ।
শনিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে ওই প্রসূতি মহিলাকে চমেক হাসপাতালে পৌঁছে দেয়া হয়।
পুলিশ জানায়, ওমর ফারুক শান্ত নগরের কোতোয়ালী এলাকায় দিনমজুরের কাজ করেন। তার বাড়ি পটিয়া থানার চিবাতলী গ্রামে। তার প্রসূতি স্ত্রীকে চমেক হাসপাতালে নেওয়ার জন্য গাড়ি খুঁজছিলেন। লকডাউনে কোথাও কোন গাড়ি না পেয়ে তিনি প্রথমেই ফোন দেন কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিনকে। অাদেশ পেয়ে ওসির গাড়িতেই জরুরি সেবায় তাদের পৌঁছে দেওয়া হয় হাসপাতালে।
এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, ‘ফোন পেয়ে আমি সাথে সাথে থানার ডিউটি অফিসার এসআই আফরোজাকে নির্দেশ দিই। পরে দ্রত হাসপাতালে পৌঁছানোর জন্য আমার ব্যবহৃত গাড়িতেই বসিয়ে তাদের নেওয়া হয়। আমরা সবসময় জনগণের সহায়তায় এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত।’