ডেস্ক নিউজচট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩০১ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৬ জনের।
শনিবার (২৪ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শুক্রবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৩০৪ জনের নমুনা পরীক্ষায় ৩০১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ২৫৮ ও উপজেলার ৪৩ জন।
এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮৭৪ জনে। মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৭৪ হাজার ৫৬২ জনে।