সারাদেশে করোনায় ১৬৬ জনের মৃত্যু

Date:

Share post:

ডেস্ক নিউজ: সারাদে গত ২৪ ঘন্টায় বেড়েছে করোনার নমুনা পরীক্ষা। সেই সাথে বেড়েছে সংক্রমণও। তবে আগের দিনের তুলনায় কিছুটা কমে এসেছে করোনায় র সংখ্যা।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন ১৬৬ জন। গতকাল বৃহস্পতিবার (২২ জুলাই) করোনাভাসে আক্রান্ত হয়ে ১৮৭ জনের মৃত্যু হয়।

আজ আরো ২১ জন বেড়ে সারাদেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৮৫১ জনে। দেশে করোনায় এখন পর্যন্ত সংক্রমণের বিপরীতে মৃত্যুর হার ১ দশমিক ৬৪ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে ৬ হাজার ৩শ ৬৪ জনের শরীরে। যা গতকালের চাইতে প্রায় দ্বিগুন বেশি।

গতকাল সারাদেশে করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৯৭ জন। দেশে এতে মোট ের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জনে।

শুক্রবার (২৩ জুলাই) িদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা িড-১৯ সংক্রান্ত নিয়মিত প্তিতে গত ২৪ ঘণ্টার করোনা সংক্রমণ ও মৃত্যুর চিত্র তুলে ধরা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে আগের দিনের তুলনায় করোনায় শনাক্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ২০ হাজার ৪৯৩টি। আগের দিন সারাদেশে নমুনা পরীক্ষা করা হয়েছিলো ১১ হাজার ৪৮৬টি।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৮ হাজার ৬১৬ জন। গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৪৯৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩১ দশমিক ০৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ১৬৬ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৯৫ জন, নারী ৭১ জন। তাদের মধ্যে বাসায় চার জন ও বাকি ১৬২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

একই সময়ে মৃতদের মধ্যে সর্বোচ্চ ৬০ জন াকা বিভাগের। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ জন করে মারা গেছেন চট্টগ্রাম ও খুলনা বিভাগে।

এছাড়া রংপুর বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১০ জন, সিলেট বিভাগে আট জন, রাজশাহী বিভাগে সাত জন ও ময়মনসিংহ বিভাগে তিন জন মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Related articles

বিশাল বিস্ফোরণে কেঁপে উঠল ইতালির রাজধানী, আহত ২৭

ইতালির রাজধানী রোমের পূর্বাঞ্চলীয় একটি পেট্রোল পাম্পে বিশাল বিস্ফোরণ ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) এই বিস্ফোরণে ১০ পুলিশ কর্মকর্তা...

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন : জাতিসংঘ বিশেষজ্ঞ

ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক ছিন্ন করার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন অধিকৃত ফিলিস্তিনি...

ইরানে হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিও জড়িত: রাশিয়ার রাষ্ট্রদূত

যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি ইরানের ওপর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আক্রমণকে উৎসাহিত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছিল। তাই তাদের...

ইউক্রেনে বড় ধরনের হামলা করল রাশিয়া

ইউক্রেনে বেশ বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ২০২২ সালে আগ্রাসন শুরুর পর এটাই ছিল রাশিয়ার সবচেয়ে বড়...