নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে নাহিদা আক্তার রেনু (৩৪) নামের ওই চিকিৎসককে বাসা থেকে গ্রেফতার করা হয়।
তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত।
নির্যাতনের শিকার গৃহকর্মী তসলিমা আক্তারের (১৪) বাড়ি লোহাগাড়া উপজেলায়।
তার বাবা আব্দুল গণি চান্দগাঁও থানায় দায়ের করা অভিযোগে জানান, গত বছর জুলাই মাসে মেয়েকে ডা. নাহিদার বাসায় কাজ করার জন্য দিয়ে আসেন। তিন মাস ধরে তিনি মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না।
গত বৃহস্পতিবার মেয়ের সঙ্গে কথা বলতে ওই বাসায় গিয়েও দেখা পাননি। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে বাসা থেকে তসলিমাকে উদ্ধার করে এবং নির্যাতনের দায়ে ডা. নাহিদাকে গ্রেফতার করে।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া জানান, অভিযোগ পেয়ে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। কিশোরীর বাবা বাদি হয়ে মামলা করেছেন। অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে।