ডেস্ক নিউজ: চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় আরও ৭৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ জনের।
বুধবার (২১ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (মঙ্গলবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে তিন হাজার ৩২৫ জনের নমুনা পরীক্ষায় ৭৯০ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৫৬১ ও উপজেলার ২২৯ জন।