ডেস্ক নিউজ: রাঙ্গামাটির কাপ্তাইয়ে বুনোহাতির আক্রমণে এক বৌদ্ধভিক্ষুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার(১৯জুলাই) কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়নের কারিগরপাড়ার তম্বঘোনা বৌদ্ধবিহারের সামনে ভোরে এই ঘটনা ঘটে।
নিহতের নাম ভদন্ত শ্রীমৎ আজ্ঞাধাম্মা থের ওই বিহারের অধ্যক্ষ ছিলেন। তার গৃহী নাম ছিল অংথোয়াইমং মারমা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে বিহারে পূজার কাজ শেষ করে বাইরে আসেন অংথোয়াইমং। তারা ছিলেন কিছুটা দূরে। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখেন, রক্তাক্ত পড়ে আছেন অংথোয়াইমং। পাশেই ছিল হাতিটি।
স্থানীয়রা তাড়া করলে হাতিটি চলে যায়। পুলিশ গিয়ে বৌদ্ধভিক্ষুকে মৃত অবস্থায় পায়।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, হাতির আক্রমণেই অংথোয়াইমংয়ের মৃৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে