ডেস্ক নিউজ: সামাজিক যোগাযোগ মাধ্যমে
নিজের তৃতীয় সন্তান আইজাহ আল হাসানের ছবি প্রথমবারের মতো প্রকাশ্যে এনেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
শনিবার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে ছবিটি পোস্ট করেন সাকিব।
সেই সঙ্গে ক্যাপশনে ছেলের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিয়ে তার জন্য দোয়াও চান সদ্যই বাংলাদেশের জার্সিতে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড গড়া এই বাঁহাতি অলরাউন্ডার।
ছবির ক্যাপশনে সাকিব লিখেছেন, ‘আমার ছেলে আইজাহ।
সবাই তার জন্য দোয়া করবেন। ‘
একই ছবি পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে পোস্ট করেন সাকিবের জীবনসঙ্গিনী উম্মে আহমেদ শিশিরও।
গত ১৬ মার্চে যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি হাসপাতালে ছেলে সন্তান প্রসব করেন সাকিবের স্ত্রী শিশির। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সাকিব।